জিবি নিউজ 24 ডেস্ক //
একটি রান্নার অনুষ্ঠানের শুটিং শেষে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক নারী কর্মী সেটেই ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছিল লন্ডনে ২০২১ সালের ১০ সেপ্টেম্বর। তবে ওই সময় ঘটনাটি প্রকাশ করা হয়নি। খবর ডেইলি মেইলের।
লন্ডন সিটি পুলিশ জানিয়েছে, অন্য একটি বাহিনীর মাধ্যমে তারা ঘটনাটি জানতে পেরেছিল। বর্তমানে মামলার তথ্যপ্রমাণ পর্যালোচনা করা হচ্ছে।
জানা গেছে, ওই নারী কর্মী যে ঘরে ছিলেন, অভিযুক্ত ব্যক্তি সেই ঘরের দরজায় জোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়েন ও তাকে ধর্ষণ করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন