সিলেটে শীতকালিন সবজি বাজারে মূল্য লাগামহীন

gbn

আবুল কাশেম রুমন,সিলেট||

 সিলেটে শীতকালিন সবজি বাজারে মূল্য প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। টানা  ২ দিন ধরে হঠাৎ করে সবজি বাজার বাড়তে শুরু করে ক্রেতারা বিপাকে পড়তে হচ্ছে। শনিবার (৫ ফেব্রেুয়ারী) বিকেলে নগরীর বন্দরবাজার, আম্বরখানা ও সুবিদবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে  দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দামবেড়েছে। প্রতিকেজি সবজিতে ৫ থেকে ১০ টাকা দাম বেড়েছে। এসব বাজারে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, শিম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা, বেগুন ৫০-৮০ টাকা, ফুলকপি প্রতিপিস ৫০-৬০ টাকা, বাঁধাকপি ৪০-৫০ টাকা, করলা ৮০ টাকা, গাঁজর প্রতিকেজি ৫০ টাকা, কুমড়া পিস ৪০-৫০ টাকা, প্রতিপিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৫০-৮০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৬০ টাকা, মুলা ৪০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা কেজি, কাঁচামরিচ প্রতিকেজি ৮০ টাকা, শসা ৫০-৬০ টাকা কেজি ও লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ টাকা। তবে পুরান ও নতুন আলুর দাম কমেছে। নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫ টাকা। পুরান আলুর কেজি ১০ থেকে ১৫ টাকা। ৫ কেজি আলু বিক্রি হচ্ছে ৭০ টাকায়। দাম কমেছে পেঁয়াজের। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি। ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি। বাজারে চায়না রসুন প্রতিকেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা। দেশি রসুন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। দেশি আদার কেজি ৬০ টাকা। চায়না আদার দাম কমে বিক্রি হচ্ছে ১০০ টাকা।
আগের দামেই বিক্রি হচ্ছে ডাল। ইন্ডিয়ান ডালে কেজি ১০০ টাকা। গত সপ্তাহে ইন্ডিয়ান ডাল প্রতিকেজি বিক্রি হয় ৯০ থেকে ৯৫ টাকা। দেশি ডালে কেজি ১২০ টাকা। বাজাওে ভোজ্যতেলের লিটার বিক্রি হচ্ছে ১৬৮ টাকা। প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এছাড়া প্যাকেট চিনি কেজি ৮৫ টাকায় ও আটা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন