জিবি নিউজ 24 ডেস্ক //
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ফের জিতে নিয়েছে ভারত। ২০২২ আসরের ফাইনালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারাল ভারতীয় যুবরা।
অ্যান্টিগায় বাংলাদেশ সময় শনিবার রাতে ইংলিশ যুবাদের দেওয়া ১৯০ রানের লক্ষ্য ১৪ বল হাতে থাকতে ছুঁয়েছে ভারত।
জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামে ভারত। তারা ৪৭.৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে ভারতীয় যুব দল। দীনেশ ২টি ছক্কার সাহায্যে ৫ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। নিশান্ত সিন্ধু ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ৫০ রান করে নট-আউট থেকে যান।
ভারতের হয়ে হরনূর ২১, রশাদ ৫০, যশ ধুল ১৭, রাজ বাওয়া ৩৫ ও কৌশল তাম্বে ১ রান করেন। খাতা খুলতে পারেননি অংকৃষ। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন বয়ডেন, সেলস ও আসপিনওয়াল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন