হিন্দু সংগঠনের চাপে কর্ণাটকে ছাত্রীদের হিজাব পরা নিষিদ্ধ

জিবি নিউজ 24 ডেস্ক //

ভারতের কর্ণাটকে একাধিক কলেজে ছাত্রীদের হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করছে মুসলিম ছাত্র-ছাত্রীরা। এমন পরিস্থিতিতে জেলাটিতে ক্রমেই সাম্প্রদায়িক রেষারেষি বাড়ছে বলে জানা যায়।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) এ ঘটনায় কর্ণাটকের উডুপি জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।

 

খবরে বলা হয়, কর্ণাটকে মুসলিম ছাত্রীরা হিজাব পরার বিরোধীতা করে স্থানীয় কয়েকটি হিন্দু সংগঠন। একই সাথে স্থানীয় ছাত্রদের গেরুয়া স্কার্ফ পরার জন্য উদ্বুদ্ধ করে তারা। এমন পরিস্থিতিতে অনেকটা ‘চাপে পড়ে’ ভারতের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান হিজাবের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এতে বিক্ষোভ শুরু করে মুসলিম শিক্ষার্থীরা।

এ বিষয়ে ভারতের নারী কল্যাণ ও সমাজ কর্মীরা জানিয়েছে, হিজাব নিষিদ্ধ করার পদক্ষেপটি সাংবিধানিক অধিকারের লঙ্ঘন।

তবে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলছে, নিয়ম অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় প্রতীক প্রদর্শন করা যায় না।

উল্লেখ্য, ২০২১ সালের ২৮ জিসেম্বর ভারতের কর্ণাটকে হিজাব পরায় ছয় মুসলিম ছাত্রীকে উডুপি গভর্নমেন্ট স্পন্সরড কলেজে ঢুকতে না দেওয়ায় এই সংকটের শুরু হয়। এই পরিস্থিতিতে মামলা গড়িয়েছে কর্ণাটক হাইকোর্ট পর্যন্ত। এবার উডুপি জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন