জিবি নিউজ 24 ডেস্ক //
সম্প্রতি ইরানে খুব দ্রুত হারে করোনার ওমিক্রন ধরনটি ছড়িয়ে পড়ছে। দেশটির ২৯০ আসনের পার্লামেন্টে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৫০ জন এমপি।
শনিবার (৫ ফেব্রুয়ারি) ইরানের একজন এমপি এ তথ্য জানান। খবর ওয়াইজেসি।
দেশটির এমপি আলীরেজা সালিমি ইরানের বার্তা সংস্থা ওয়াইজেসিকে বলেন, পার্লামেন্টের চলতি সপ্তাহের অধিবেশন স্বাস্থ্যবিধি অনুযায়ী শুরু হবে।
খবরে বলা হয়, গত এপ্রিলে এমপিদের মধ্যে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় দুই সপ্তাহের জন্য ইরানের পার্লামেন্টের অধিবেশন স্থগিত করা হয়।
উল্লেখ্য, মহামারির শুরুর দিকে দেশটিতে করোনায় বেশ কয়েকজন আইনপ্রণেতার মৃত্যু হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন