বাংলাদেশ থেকে কর্মী নেবে সৌদি আরব

জিবি নিউজ 24 ডেস্ক //

করোনাভাইরাসের মহামারিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় বাংলাদেশ থেকে গৃহকর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু করছে সৌদি আরব। আফ্রিকা ও এশিয়া মহাদেশের আরো ৭টি দেশ থেকে এসব গৃহকর্মী নেওয়া হবে।

দেশটির একজন কর্মকর্তার বরাতে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

সৌদির মানবসম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ আল হামাদ বলেন, আগের আরও আট দেশের সঙ্গে এই আট দেশ থেকেও গৃহকর্মী নেওয়া হবে। মোট ১৬ দেশ থেকে গৃহকর্মী নিয়োগের সুযোগ পাবে।

দেশগুলো হলো— বাংলাদেশ, ফিলিপাইন, নাইজার, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ভিয়েতনাম, মৌরিতানিয়া, উগান্ডা, ইরিত্রিয়া, দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার, উজবেকিস্তান, কম্বোডিয়া, মালি ও কেনিয়া।

সৌদি আরব নিজেদের শ্রমবাজার নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিয়েছে। এ জন্য দেশটিতে নতুন ‘লেবার প্রোগ্রাম’ উদ্বোধন করেছে। এ কর্মসূচির আওতায় দেশটিতে কর্মীদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে অবগত করা, ভিসা ইস্যু, নিয়োগের অনুরোধ, নিয়োগকর্তা ও কর্মীদের চুক্তিভিত্তিক সম্পর্কসহ বিভিন্ন ধরনের সেবার বিষয়ে জানানো হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন