কবি-মিজানুর রহমান মিজান
হাওয়ার পাখি আসে যায়
মাটির তৈরী দেহ পিঞ্জিরায়
ফুরুত ফারুত বন্ধ হবে কবে জানি হায়।।
সুখ খুজে পাইলাম না
সুখে তো ধরা দিল না
পাবার আশায় বাড়ল শুধু যন্ত্রণা
সুখাভাবে পাখি থাকতে নাহি চায়।।
আদর যত্ন যতই করি
সময় মতো চায় না ফিরি
যাবার ধান্ধায় ঘুরিফিরি
আপন ভাবলাম তারে,তবু চলে যায়।।
সদায় করে মান অভিমান
যেতে চায় গো হয়ে পাষাণ
পিঞ্জরা ছাড়ে করে বিরাণ
খাচা রেখে পাখি দ্রুত পালায়।।
গেল পাখি আর নাই বাকি
সে বিনা বৃথা আঁকাআঁকি
জীবনটাই ষোল আনা ফাঁকি
চায় না ফিরে যাবার বেলায়
মিজানের ভরসা কেবল দয়ালের দয়ায়।।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন