বুয়েট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার ক্লাবের বিজয়ের ৫০ বছরপূর্তি ও ক্রীড়া পুরষ্কার-শিক্ষাবৃত্তি প্রদান

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

বাংলাদেশ শীর্ষস্থানীয় প্রকৌশল-সম্পর্কিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। 'বুয়েট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার ক্লাব' এর উদ্যোগে বাংলাদেশের গৌরবময় বিজয়ের ৫০ বছর উদযাপন, দ্বিবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার  (৮ ফেব্রুয়ারি) সন্ধায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 'বুয়েট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার ক্লাব' এর উদ্যোগে বাংলাদেশের গৌরবময় বিজয়ের ৫০ বছর উদযাপন, দ্বিবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মাদ মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী ড. এ কে এম জাহাঙ্গীর আলম প্রমুখ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বুয়েট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি মোহাম্মাদ জহিরুল হক সরকার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন মিয়া.। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাবের সদস্য মোহাম্মাদ সুরুজ মিয়া। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

 অনুষ্ঠানে আগত অতিথিদেরকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করেন বুয়েট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার ক্লাবের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা। এরপর প্রধান অতিথি ও  বিশেষ অতিথিদের হাত থেকে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের দেয়া হয় ক্রেস্ট ও মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি। 

 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বলেন, " আমি চাই শিক্ষাবৃত্তি আরো বাড়ানো হোক। আমি এই শিক্ষাবৃত্তি আগামীতে আরো বাড়াবো । যারা বুয়েট থেকে ভালো রেজাল্ট করবে অর্থাৎ যারা টপ টেন হবেন তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করতে পারি। আমি মনে করি, শিক্ষার ক্ষেত্রে বেশী গুরুত্ব দিতে হবে। বুয়েটের কর্মকর্তা- কর্মচারী যারা আছেন তাদের ছেলেমেয়েদের শিক্ষার ক্ষেত্রে বেশী গুরুত্ব দিতে হবে।''

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মাদ মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী ড. এ কে এম জাহাঙ্গীর আলম, বুয়েট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার ক্লাব এর ক্রীড়া সম্পাদকসহ আরো অনেকে। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের নেতৃবৃন্দরা।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন