মাটি চাপায় নারী চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি \ বসত ঘর লেপতে পাহাড়ি ছড়ার পারের টিলার নিচের সাদা মাটি সংগ্রহকালে মাটির ধ্বস নেমে নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নারী চা শ্রমিক ২ সন্তানের জননী শেফালী বাউরী চাতলাপুর চা বাগানের বাুরী টিলার চুনু বাউরীর স্ত্রী। জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানের ১৯নং সেকশনের (প্লান্টেশন এলাকা) কড়ইতল এলাকায় গতকাল ৯ ফেব্ধসঢ়;রুয়ারী বুধবার বেলা দেড়টায় এ ঘটনাটি ঘটে। চাতলাপুর চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন বাউরী জানান, নারী চা শ্রমিকরা পাহাড়ি ছড়ার পারের টিলার নিচ থেকে সাদা মাটি সংগ্রহ করে বসত ঘর লেপেন। বুধবার শেফালী বাউরীর ১৯ নম্বর সেকশনের কড়ইতল এলাকার একটি পাহাড়ি ছড়া পারের টিলার নিচ থেকে সাদা মাটি সংগ্রহ করছিলেন। বেলা দেড়টার সময় মাটি সংগ্রহকালে টিলায় ধ্বস নেমে তিনি মাটি চাপা পড়েন। এসময় তার সাথের নারী চা শ্রমিকরা চা বাগানের আরও শ্রমিকরা এসে ধ্বসে পড়া মাটি সরিয়ে নিচ থেকে নারী চা শ্রমিক শেফালী বাউরীর মরদেহ উদ্ধার করেন। কুলাউড়া থানার ভঅরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভুষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন