শ্রমিক নেতা আলমগীর মজুমদারের ইন্তেকাল : বিভিন্ন সংগঠনের শোক

ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক এলায়েন্স-এনডিএ'র চেয়ারম্যান, প্রখ্যাত শ্রমিক নেতা আলমগীর মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না-ইলাইহে রাজিউন)। গতকাল মঙ্গলবার বিকালে অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাবার পথেই তিনি ইন্তেকাল করেন। মৃতু্যকালে তার বয়ষ হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, কণ্যাসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। খিলগাঁও তালতলা কবরস্থানে তাকে দাফন দাফন করা হয়েছে।

১৯৬৮/৬৯ সালে টংগির টেলিফোন শিল্প সংস্থার নিবা'চিত নেতা হওয়ার মাধ্যমে মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণীত হয়ে মরহুম কাজী জাফর আহমদের হাত ধরে তার রাজনীতি শুরু। রাজনৈতিক জীবনে তিনি ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক এলায়েন্স-এনডিএ'র চেয়ারম্যান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি মহাসচিব, ইউনাইটেড পিপলস্ পার্টি-ইউপিপি, গণতন্ত্র পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। শ্রমিক নেতা হিসাবে তিনি  জাতীয় শ্রমীক পাটি'র কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ-সভাপতি ও ন্যাশনাল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন। ফেণী জেলার পরশুরামে তার জন্ম।

প্রখ্যাত শ্রমিক নেতা আলমগীর মজুমদারের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী ও মহাসচিব আবদুল্লাহ আল মামুন, গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন-অর-রশিদ, জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলন সমন্বয়কারী মো. মহসনি ভুইয়া, ন্যাশনাল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারন সম্পাদক জয়নাল আবেদিন জনি।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের জাতীয় ও গণতান্ত্রিক রাজনীতি, শ্রমিক শ্রেনীর অধিকার আদায়ের লক্ষে তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন