জিবি নিউজ 24 ডেস্ক //
ভারতের কর্ণাটকে শ্রেণিকক্ষে মুসলিম ছাত্রীদের হিজাব পরার অধিকারের জন্য লড়াই করা ছয় শিক্ষার্থীর প্রতিবাদে শামিল হয়েছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। পাকিস্তানের এই নারী শিক্ষা অধিকারকর্মী কর্ণাটকের ঘটনাকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন।
মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) মুসলিম নারীদের জন্য কিছু করতে ভারতের নেতাদের প্রতি আহ্বান জানান মালালা।
এক টুইট বার্তায় তিনি বলেন, মেয়েদের হিজাব পরে ক্লাসে যেতে না দেওয়া ভয়ংকর ব্যাপার। পোশাক বাছাইয়ের প্রশ্নে নারীদের বস্তু হিসেবে দেখা অব্যাহত রয়েছে। ভারতীয় নেতাদের অবশ্যই মুসলিম নারীদের প্রান্তিককরণ বন্ধ করতে হবে।
নারী শিক্ষার পক্ষে কথা বলায় ২০১২ সালে পাকিস্তানে তালেবানের আক্রমণের শিকার হন মালালা। সে সময় তার বয়স ছিল মাত্র ১৫ বছর। ভাগ্যক্রমে তিনি বেঁচে যান।
পরে চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নেওয়া হয়। এরপর থেকে তিনি পরিবারসহ সেখানেই বসবাস করছেন। কাজের স্বীকৃতি হিসেবে ২০১৪ সালের ডিসেম্বরে শান্তিতে নোবেল পুরস্কার পান মালালা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন