জিবি নিউজ 24 ডেস্ক //
এবারের অমর একুশে বইমেলায় প্রতিদিন এক ঘণ্টা সময় বাড়ানো হয়েছে। মেলা শুরু হবে দুপুর ২টা থেকে, চলবে রাত ৯টা পর্যন্ত। এর আগের বছরগুলোতে বইমেলা শুরু হতো বেলা ৩টা থেকে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানিয়েছেন। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বইমেলা পরিচালনা কমিটির তৃতীয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, সাপ্তাহিক ছুটির দুইদিন অর্থাৎ শুক্র ও শনিবার বইমেলা শুরু হবে বেলা ১১টা থেকে। অন্যান্য দিন দুপুর ২টার সময় বইমেলা ক্রেতা-দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবারের মেলা ১ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। ওই দিন বেলা তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন।
এবারের বইমেলা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলার কথা। তবে প্রকাশকরা মেলার সময়সীমা বাড়ানোর জন্য আবেদন জানিয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন