পাচার মামলায় দেবকে তলব

জিবি নিউজ 24 ডেস্ক //

ভারতে গরুপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ এবং অভিনেতা দেবকে ডেকেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই।

বুধবার (৯ ফেব্রুয়ারি) এই মর্মে দেবকে একটি নোটিশ পাঠিয়েছে তদন্ত সংস্থাটি। খবর এনডিটিভি।

 

নোটিশে আগামী ১৫ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে দীপক অধিকারী ওরফে দেবকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কলকাতা কার্যালয় নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে।

তবে দেবের সঙ্গে গরু পাচার কাণ্ডের কী সম্পর্ক তা এখনো স্পষ্ট নয়। সিবিআইয়ের নোটিশে এ সম্পর্কে কিছু বলা হয়নি। অভিনেতা দেবও এই নোটিশ নিয়ে কোনো মন্তব্য করেননি।

এদিকে সূত্র থেকে জানা যায়, গরু পাচারকাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার করা জেরায় বিভিন্ন সাক্ষীদের বয়ানেই উঠে এসেছে অভিনেতা ও সাংসদ দেবের নাম।

এর আগে তদন্তকারীরা জানান, গরু পাচারের লভ্যাংশের বেআইনি টাকাকে বৈধ করতে কিছু প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততা প্রকাশ্যে এসেছে। যদিও গত জানুয়ারির শেষ সপ্তাহে গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত আসামি এনামুল হককে জামিন দেয় দেশটির সুপ্রিম কোর্ট।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন