করোনা শনাক্ত ৫ হাজার ২৩, মৃত্যু ২০

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২৩ জনের। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪ হাজার ৮২৬ জন, মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৭৯১ জন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৩০ হাজার ৪৪৮ জনের। শনাক্তের হার ১৬ দশমিক ৫০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৮ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৩ জন। রাজশাহীতে ২, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ১ ও রংপুরে ১ জন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮ হাজার ৮২১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৬ লাখ ৬৪ হাজার ৮০২ জন।

এর আগের ২৪ ঘণ্টায় (শুক্রবার)২৭ জনের মৃত্যু হয়। এদিন শনাক্ত হন ৫ হাজার ২৬৮ জন। শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৪৬ শতাংশ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন