বিপিএলের প্লে-অফে খেলবে যারা

জিবি নিউজ 24 ডেস্ক //

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চারটি দলের প্লে-অফ খেলা নিশ্চিত হয়েছে। শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৯ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছে খুলনা টাইগার্স। এর আগেই প্লে-অফ নিশ্চিত করে তিন দল। তারা হলো ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

১০ ম্যাচে ৭ জয়, দুই পরাজয়ে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ফরচুন বরিশাল। সমান সংখ্যক ম্যাচে ছয় জয় আর তিন পরাজয়ে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

 

অন্যদিকে ১০ ম্যাচে পাঁচ জয় আর পাঁচ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর ১০ ম্যাচে পাঁচ জয় আর পাঁচ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিলো খুলনা টাইগার্স।

গ্রুপ পর্ব থেকে বাদ পড়া মিনিস্টার ঢাকা ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে থেকে বিপিএল শেষ করেছে। একটি মাত্র জয় পাওয়া সিলেট সানরাইজার্সের পয়েন্ট মাত্র তিন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন