২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে দশ হাজারের বেশি প্রাণহানি

জিবি নিউজ 24 ডেস্ক //

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৮৬২ জন। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ লাখ ১৮ হাজার ৯৮৩ জন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৪০ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ৯৭৭ জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৩৭৯ জন।

 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই লাখ ২৯ হাজার ৯৮৯ জন এবং মারা গেছেন ২১৫ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ২১ লাখ ২৬ হাজার ৯৯১ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জন। মারা গেছেন ২৮ হাজার ৭৭১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ৫৫ হাজার ৯৮১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন