মোহাম্মদ সেলিম আরব আমিরাত ||
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শিল্পনগরী মুসাফফা কর্নেশে প্রতিবছরের ন্যায় এবারও গত ১১ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৬ টায় পূর্বপুরুষের মঙ্গলের উদ্দেশ্যে তর্পণ এবং শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আল আইন লোকনাথ সেবাশ্রমের পৌরহিত ছোটন চক্রবর্তীর তর্পণ মন্ত্র সকলকে পাঠ করে শোনান। জাতীয় হিন্দু মহাজোট বৈদেশিক শাখার সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী ও সাংবাদিক সঞ্জিত কুমার শীল এর সার্বিক সহযোগিতায় তর্পণ ও শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আইন মরুতীর্থ প্রবাসী গীতা সংঘের প্রতিষ্ঠাতা জগদীশ্বরানন্দ পুরী ঋষি বাবু। কানু লাল দাস, সুজন শর্মা ,বিষ্ণু শীল, গৌরাঙ্গ শীল, রতন ধর, সঞ্জয় শীল, রুপস দাস, দিলীপ দাস, বিপ্লব ভৌমিক রাজু, লিটু ধর, সুদর্শন দাশ, পিন্টু শীল, রাজিব শীল, প্রদীপ দত্ত হরিধন দাশ সহ আরো অনেকে। তর্পণ অনুষ্ঠানে আসা ভক্তগণ বলেন পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য অন্ন জলে তর্পণ শ্রাদ্ধ করে থাকি।যারা দেহ ত্যাগ করে পরলোকে গমন করেন তাদের আত্মা তৃপ্তির জন্য শ্রদ্ধাপূর্ণ তর্পণ করা হয়। ভক্তবৃন্দেরা আরো বলেন যম শ্রাদ্ধ পক্ষের সময়ে মুক্ত করে দেন যাতে তারা স্বজনদের তর্পণ গ্রহণ করতে আসতে পারে। পিতৃপক্ষে পূর্বপুরুষেরা মৃত্যুলোক থেকে পৃথিবীতে আসেন এবং নিজের পরিবারের সদস্যদের আশীর্বাদ দেন। পূর্ব পুরুষেরা প্রসন্ন হলে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে। আবুধাবি ,আল আইন, মুসাফফা সহ প্রায় শতাধিক তর্পণ অনুষ্ঠানে যোগ দেন। পরে সবাই মিলে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন