বছরের মাঝামাঝিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা

জিবি নিউজ 24 ডেস্ক //

করোনা সংক্রমণ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার কারণে এবারও সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকরে চলতি বছরের মাঝামাঝি সময়ে পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রোববার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।

 

ডা. দীপু মনি বলেন, চলতি বছরের পরীক্ষা কবে হবে তা নিশ্চিত করে এখনই বলা সম্ভব হচ্ছে না। এটি নির্ভর করছে করোনা সংক্রমণে গতি প্রকৃতির ওপর নির্ভর করবে। সংক্ষিপ্ত সিলেবাস ইতোমধ্যে দিয়ে দিয়েছি। সেটা কতদিনে করাতে পারবো তার ওপর নির্ভর করবে। আমরা আশা করছি বছরের মাঝামাঝিতে হয়তো নিতে (এসএসসি-এইচএসসি পরীক্ষা) পারবো।

মহামারির আগে সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা হতো। তবে মহামারির কারণে গত বছর এইচএসসি পরীক্ষা হয় নভেম্বরে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন