মৌলভীবাজার জেলা প্রশাসনকে ব্র্যাকের ৮৭ হাজার মাস্ক হস্তান্তর

মৌলভীবাজার প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলা প্রশাসনের নিকট ৮৭হাজার পুনরায় ব্যবহার যোগ্য পরিবেশবান্ধব কাপড়ের মাস্ক হস্তান্তর করেছে ব্র্যাক। 
গতকাল (৭ফেব্রুয়ারি) সোমবার বিকেলে জেলা প্রশাসকের অফিস কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নিকট মাস্ক হস্তান্তর করেন ব্র্যাক জেলা সমন্বয়ক ইলিমেন্ট হাজং। 
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, জেলা প্রশাসক কার্যালয়ের  স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মল্লিকা দে, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির এলাকা ব্যবস্থাপক প্রেমচাঁদ আচার্য্যসহ ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির এলাকা ব্যবস্থাপক প্রেমচাঁদ আচার্য্য সহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগন ও ব্র্যাকের কর্মকর্তাবৃন্দ সময় উপস্থিত ছিলেন । 
এ সময় জেলা প্রশাসকের নিকট করোনাভাইরাসের প্রাদূর্ভাব রোধে জেলায় ব্র্যাকের কর্মসূচির সংক্ষিপ্ত পরিকল্পনার কথা তুলে ধরেন ব্র্যাক জেলা সমন্বয়ক ইলিমেন্ট হাজং। তিনি বলেন, করোনা প্রতিরোধে একক উদ্যোগ নয়, বরং সম্মিলিত প্রয়াসই পারে ভাল ফলাফল আনতে। তাই ব্র্যাক তাদের এ উদ্যোগের সাথে সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ও সামাজিক প্রতিষ্ঠান ও বিভাগসমূহকে অংশীদার করেছে। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ব্র্যাকের এই সম্মিলিত প্রয়াসকে সাধুবাদ জানিয়ে বলেন,আমরা সবাই মিলে আগের প্রতিটি বারের মতোই সাধারণ মানুষের কথা মাথায় রেখে কাজ করে গেলে নি:সন্দেহে এ মহামারী ভাইরাসে আক্রান্তের হার কমে আসবে।
 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন