মৌলভীবাজার সদরে ঐতিহ্যবাহী ৬নং ইউনিয়ন পরিষদে টানা ৩য় বারের মতন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চেয়ারম্যন, আবু সুফিয়ান কে উলুয়াইল ৪ নং ওয়ার্ডের পক্ষ হতে এলাকার সর্ব সাধারনদের উপস্হিতিতে এক গণ-সংবর্ধনা ২০২২ আয়োজন করা হয়েছে।
(১৩ ফেব্রুয়ারি) রোজ-রবিবার সন্ধা ৭ ঘটিকায় উলুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলঘ্ন ।
গণ-সংবর্ধনা অনুষ্ঠানে সমাজ সেবক ও মানবাধিকার কর্মি আলিম উদ্দিন হালিমের পরিচালনায়,বিশিষ্ট সমাজ সেবক ও প্রবীণ মুরুব্বি,এম এ মুকিত, এর সভাপতিত্বে,
সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, টানা ৩য় বারের মতন নির্বাচিত চেয়ারম্যান,মোঃ আবু সুফিয়ান, নব-নির্বাচিত, চেয়ারম্যান, ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদ, মৌলভীবাজার সদর।
এসময় উপস্হিত ছিলেন, উলুয়াইল আলিম মাদ্রাসার মেনেজিং কমিটির সভাপতি, কাওছার রশিদ, ইউপি সদস্য , মোঃ গিয়াস মিয়া, সাবেক ইউপি সদস্য , মোঃ সুন্দর মিয়া, বিশিষ্ট মুরুব্বী, শাহ শানুর আহমদ, এম এ জালাল, এম এ মুহিত, মল্লিক সরাই থেকে আগত, জালাল আহমদ, দেলওয়ার হোসেন সহ এলাকার মুরব্বি , যুব সমাজ প্রমূখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন