জিবি নিউজ 24 ডেস্ক //
সফররত আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিসিবির প্রধান নির্বাচক নান্নু এই দল ঘোষণা করেন।
টাইগারদের ওয়ানডে স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন এবাদত হোসেন ও মাহমুদুল হাসান জয়। তবে বাদ পড়েছেন নাঈম শেখ।
ওয়ানডে স্কোয়াড:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয়।
প্রসঙ্গত: আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ এই সিরিজটি মাঠে গড়াবে চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে এই সিরিজ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন