জিবি নিউজ 24 ডেস্ক //
রাশিয়া ও ইউক্রেন উত্তেজনা শিথিল করতে ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়াসহ ইউরোপিয়ান সিকিউরিটি গ্রুপের সদস্য দেশগুলোর সঙ্গে বৈঠকে বসতে চায় ইউক্রেন। খবর বিবিসি।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রী কুলেবা জানিয়েছেন, ‘সীমান্তে সৈন্য সমাবেশের ব্যাখ্যা চেয়ে রাশিয়াকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু দেশটি এই প্রশ্ন উপেক্ষা করেছে।’
তিনি বলেন, ‘পরবর্তী পদক্ষেপ হচ্ছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমরা রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে চাই। এই বৈঠকে সীমান্তে কী পরিকল্পনায় সৈন্য সমাবেশ করা হয়েছে সে বিষয়টি রাশিয়াকে স্বচ্ছতার সঙ্গে ব্যাখ্যা করতে হবে। ’
যদিও, ইউক্রেনে হামলার পরিকল্পনার কথা শুরু থেকেই উড়িয়ে দিয়ে আসছে মস্কো। তবে সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করায় হামলার গুঞ্জন এখন বেশ জোরালো হয়েছে।
এ দিকে, মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো মুহুর্তে ইউক্রেনে বিমান হামলা শুরু করতে পারে রাশিয়া।
ইতোমধ্যেই, পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের ইউক্রেন থেকে সরে যাওয়ার নির্দেশনা জারি করেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন