জিবি নিউজ 24 ডেস্ক //
রাজধানীর বনানী থানায় হুমকির অভিযোগ জানিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তিনি এই সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিকেলে এফডিসিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিপুণ নিজেই জিডির বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, ১৪ ফেব্রুয়ারি ফুল কিনতে বাসা থেকে বের হই। পথে আমার গাড়ির সামনে এসে সাহায্যের কথা বলে কয়েকজন। আমি কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে মামলা তুলে নিতে বলেন। পরে আমি বনানী থানায় জিডি করেছি।
সংবাদ সম্মেলনে নিজেকে শিল্পী সমিতির বৈধ সাধারণ সম্পাদক দাবি করে নিপুণ বলেন, আমি বৈধ সাধারণ সম্পাদক। আদালতের আদেশের ফলে আমি যেখানে আছি সেখানেই থাকব।
উল্লেখ্য, শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদে জায়েদ খান নাকি নিপুণ আক্তার বসবেন সে বিষয়ে হাইকোর্টের রুল শুনানি হবে ২২ ফেব্রুয়ারি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন