মৌলভীবাজার প্রতিনিধি \ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজারে ৬ জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রæয়ারি) দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সম্মাননা দেওয়া অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা।
অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষ থেকে এ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন জেলার ৬ নারী বীর মুক্তিযোদ্ধা।
এ সময় আরও উপস্থিত জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান,জেলা পরিষদেও প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন ,জেলা প্রশাসকের কায্যালয়ের উপ পরিচালক মল্লিকা দে, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহেদা আকতার প্রমুখ।
অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা হিসেবে ক্রেস্ট, শাড়ি, শাল ও মাস্ক বিতরণ করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন