জিবি নিউজ 24 ডেস্ক //
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) শেষলগ্ন এসে গেছে।শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশাল বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যে শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের।
করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের চ্যালেঞ্জ নিয়ে কঠোর স্বাস্থ্যবিধি ও জৈব সুরক্ষা বলয়ে ২৮ দিনে ৬ দল নিয়ে দর্শকবিহীন মাঠে ৩ ভেন্যুতে মোট ৩৪ ম্যাচ খেলার মধ্য দিয়ে আজই পর্দা নামবে বিপিএলের। শিরোপা জয়ের লক্ষ্যে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল মুখোমুখি হচ্ছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।
টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালেও নিজেদের আধিপত্য বজায়ে রাখতে বদ্ধপরিকর ফরচুন বরিশাল। আর যেভাবে লড়াই করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে এসেছে, সেই লড়াইটা শিরোপা নির্ধারনী ম্যাচেও বজায় রাখতে চায়।
বরিশালের কোন ফ্র্যাঞ্চাইজি আগে দুইবার ফাইনাল খেলেও শিরোপা জেতেনি, তবে এবার বিপিএলের সফলতম কোচ খালেদ মাহমুদ সুজন ও অধিনায়ক সাকিবের অধীনে হট ফেবারিট হিসেবে প্রথম শিরোপা জয়ের সুযোগ তাদের।
বৃহস্পতিবার কোচ সুজনও তাই জানালেন তার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। অপরদিকে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে কুমিল্লা ২০১৫ ও ২০১৯ সালে শিরোপা জিতেছে। এখন পর্যন্ত ফাইনাল ভাগ্য ভাল হওয়ার পরেও সালাউদ্দিন মনে করছেন কুমিল্লাকে তৃতীয় শিরোপা জেতানোর জন্য সাকিব ও সুজনের বুদ্ধিমত্তার সঙ্গে মস্তিষ্কের লড়াই চালাতে হবে। শেষ পর্যন্ত ১ কোটি টাকা ও এবার দেশীয় প্রতিষ্ঠানে তৈরি ট্রফি কে জেতে সেটাই দেখার অপেক্ষা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন