রাশিয়া কয়েকদিনের মধ্যেই ইউক্রেনে হামলা চালাবে: বাইডেন

জিবি নিউজ 24 ডেস্ক //

রাশিয়া কয়েকদিনের মধ্যেই ইউক্রেনে ঢুকে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

 

ইউক্রেনের বাহিনী এবং মস্কোপন্থী বিদ্রোহীদের মধ্যে গুলি বিনিময়ের পর এমন সতর্কবার্তা উচ্চারণ করলেন বাইডেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে জো বাইডেন বলেন, ইউক্রেনে হামলার অজুহাতের অংশ হিসেবে তারা ভুয়া হামলার ঘটনা ঘটোতে পারে, এটি বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ আমাদের কাছে আছে। প্রতিটি ইঙ্গিতই বলছে, রাশিয়া ইউক্রেনে ঢুকবে এবং হামলা চালাবে।

অন্যদিকে, একই দিন নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে ইউক্রেনে রুশ আগ্রাসনের জোরালো আশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের সপক্ষে যুক্তি তুলে ধরেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র ও বোমা পড়বে। যোগাযোগ বন্ধ হয়ে যাবে। সাইবার হামলা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেবে। এরপর রাশিয়ান ট্যাংক ও সেনারা মূল লক্ষ্যবস্তুগুলোর দিকে অগ্রসর হবে, যেগুলো ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে।

এদিকে ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইউক্রেন সীমান্তে সেনা বাড়ানোর পাশাপাশি রক্তের ব্যাগ মজুত করেছে রাশিয়া। আমরা আরও যুদ্ধ বিমান উড়তে দেখেছি। কৃষ্ণ সাগরে তাদের জোরালো প্রস্তুতি দেখেছি।

তবে অস্টিনের এমন অভিযোগ নিয়ে মস্কোর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন