বৃটেনে শক্তিশালী ঝড় ইউনিসের কারণে বৃটিশ এয়ারওয়েজের অন্তত ৮০ ফ্লাইট বাতিল

জিবি নিউজ 24 ডেস্ক //

বৃটেনে আঘাত হানা ভয়াবহ ঝড় ইউনিসের কারণে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ের কারণে দেশটির আবহাওয়া দপ্তর যে সতর্কবার্তা জারি করেছে তার ভিত্তিতেই ফ্লাইট বাতিল করছে বিমান সংস্থাগুলো। এরমধ্যে শুধু বৃটিশ এয়ারওয়েজেরই লন্ডনের দুই বিমানবন্দরে অন্তত ৮০টি ফ্লাইট বাতিল হয়েছে।

হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট বাতিল হয়েছে ৪৪টি এবং লন্ডন সিটি বিমানবন্দরে বাতিল হয়েছে ৩৬টি। এখন পর্যন্ত যতগুলো ফ্লাইট বাতিল হয়েছে তার সবগুলোই আভ্যন্তরীণ কিংবা ইউরোপীয়। বৃটিশ এয়ারওয়েজ ছাড়াও আরও কিছু বিমান সংস্থার ফ্লাইটও বাতিল হয়েছে। লগনাইর বাতিল করেছে ৩০টি আভ্যন্তরীণ ফ্লাইট। ম্যানচেস্টার, অ্যাবারডিন, লিভারপুল ও মান থেকে এই বিমানগুলোর লন্ডনে আসার কথা ছিল।

টিইউআই এবং জেট২ তাদের যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, যে কোনো সময় ফ্লাইটের সময় পরিবর্তিত হতে পারে। মিররের খবরে জানানো হয়েছে, বার্মিংহাম বিমানবন্দরেও বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। এসব বিমান ডাবলিন, প্যারিস, আমস্টারডাম, মিউনিখ ও ফ্রাংফুর্ট যাওয়ার কথা ছিল।

এর আগে প্রায় ১০০ মাইল গতিতে বৃটেনে আঘাত হানে ভয়াবহ ঝড় ইউনিস। এটিকে বলা হচ্ছে গত কয়েক দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা সবথেকে শক্তিশালী ঝড়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন