মো. মামুন উর রশিদকে সভাপতি, মো. জামির হোসেনকে সাধারন সম্পাদক, মো. আ. ছোবাহানকে সহ-সভাপতি, মো. রাকিবুল আলমকে সহ-সাধারণ সম্পাদক ও মো. আজমত আলী খানকে সাংগঠনিক সম্পাদক করে গাজীপুর মহানগর বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ ১৯ ফেব্রুয়ারি, ২০২২ শনিবার বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এড. সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন ২১ সদস্য বিশিষ্ট বরিশাল মহানগর কমিটি অনুমোদন দিয়েছেন।
অনুমোদনকালে নেতৃবৃন্দ বলেন, “অধিকারের কথা বলি” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি সারাদেশ ব্যাপী অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলে যাচ্ছে। পাশাপাশি আর্তমানবতার সেবায় সংগঠনটি করোনাকালীন সময়ে নিরলসভাবে দেশব্যাপী কাজ করে চলেছে।
একই সাথে মো. মামুন উর রশিদকে গাজীপুর জেলা কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন