মহান একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচী ঘোষণা করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির জরুরী সভায় এই কর্মসূচী ঘোষণা করা হয়।
কর্মসূচীগুলো হলো : ২০ ফেব্রুযারি সকাল ১১ টায় আনোয়ার জাহিদ মিলনায়তনে আলোচনা সভা, ২১ ফেব্রুয়ারি ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন।
এছাড়াও সকল জেলা-মহানগর কমিটিকে যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আহ্বান জানানো হয়েছে।
এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, প্রেসিডিয়াম সদস্য মো. শহীদুল্লাহ প্রিন্স, নাজমুন নাহার মিনতী, ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ, যুগ্ম মহাসচিব মো. আবদুর রহিম জাহিদ, হায়াৎ মাহমুদ প্রমুখ।
সভায় এনডিপি'র সাবেক মহাসচিব প্রখ্যাত শ্রমিক নেতা আলমগীর মজুমদারের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন