অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে মামলা করলেন পিট

জিবি নিউজ 24 ডেস্ক //

হলিউডের সাবেক তারকা-দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির মধ্য সম্পত্তি নিয়ে দেখা দিয়েছে বিরোধ। ফ্রান্সের একটি গ্রামে তারা যৌথভাবে বিশাল সম্পত্তি কিনেছিলেন, যার মধে্য আছে আছে প্রাসাদসম বাড়ি এবং আঙুর বাগান। পিটের সঙ্গে বিচ্ছেদের পর জোলি নিজের অংশ বিক্রি করে দিয়েছেন। এ কারণে জোলির বিরুদ্ধে মামলা ঠুকেছেন পিট। ব্র্যাড পিটের দাবি, তিনি ও তার প্রাক্তন স্ত্রী জোলি একে অন্যের অনুমতি ছাড়া নিজেদের অংশীদারিত্ব বিক্রি না করার সম্মতি দিয়েছিলেন। কিন্তু পিটের অনুমতি ছাড়াই জোলি তার অংশটি বিক্রি করে চুক্তি ভঙ্গ করেছেন। তবে মামলাটি নিয়ে এখনও মুখ খোলেননি জোলি।

সম্পর্কিত খবর

সংশ্লিষ্টরা বলছেন, ব্র্যাড পিটের আবেগের সঙ্গে জড়িয়ে গেছে ওই আঙ্গুর বাগানটি। তাছাড়া এটি এখন বেশ লাভজনকও বটে। এমনকি এখান থেকে কোটি কোটি ডলারের ওয়াইন ব্যবসার কথাও জানা গেছে। পিটের আইনজীবীর মন্তব্য, নিজেকে নিবেদিত করা পিটের ব্যবসা নিয়ন্ত্রণ এবং তার এ বিনিয়োগকে দুর্বল করতে ইউরি শেফিয়ার ও তার সহযোগীদের লক্ষ্য জেনেশুনেই জোলি নিজের অংশ বিক্রি করেছেন। ওয়াইন ব্যবসায় নিজের অর্থ ও ঘাম ঢেলে দেওয়া পিটের ক্ষতি করার উদ্দেশ্যেই তিনি এ সম্পত্তি বিক্রির পদক্ষেপ নিয়েছেন।

২০০৮ সালে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের করেনস গ্রামে প্রায় আড়াই কোটি ইউরো ব্যয়ে শাতো মিরাভাল নামের ওই সম্পত্তি কিনে নেন পিট ও জোলি। আর এর ছয় বছর পর সেখানেই বিয়ের পিঁড়িতে বসেন তারা। এর আগে ১০ বছর প্রেমের সম্পর্ক ছিল তাদের মধ্যে। পরবর্তীতে ২০১৬ সালে বিচ্ছেদের জন্য আদালতের শরণাপন্ন হন জোলি এবং ২০১৯ সালে তা চূড়ান্ত হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন