জিবি নিউজ ডেস্ক ।।
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে পম্পি রাণী দেব (২২) নামে এক তরুণী আত্মহত্যা করেছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সে মারা যায়। পম্পি উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মৃত শশাঙ্ক দেবের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে পম্পির বাবা মারা যাবার পর গত দুই সপ্তাহ আগে মা জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান। তখন থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। শনিবার দুপুরে মা-বাবার মৃত্যু শোক সইতে না পেরে বাড়ির লোকজনের অজান্তে টিলাগাঁও রেললাইনে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পম্পি আত্মহত্যা করে।
রেলওয়ে থানার ওসি আঞ্জান কুমার পাল বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন