সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
দরিদ্র ও অসহায় মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ভাল রেজাল্ট করা শতাধিক কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও একজন বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী মহিলাকে হুইল চেয়ার দেয়া এবং একই দিনে ৭জন নারীকে আত্ম-কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদানসহ বহুমুখী সেবা করে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলো চাঁদপুর জেলার কচুয়ার 'মাকসুদা হক ফাউন্ডেশন।'
আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার হারিচাইল হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুই হাজার দরিদ্র ও অসহায় মানুষ ও শতাধিক কৃতি শিক্ষার্থীদের জন্য মানবতার হাত বাড়িয়ে দিনব্যাপী 'মাকসুদা হক ফাউন্ডেশন সেবা কার্যক্রম ২০২২' পরিচালনা করে। সেবা কার্যক্রমের মধ্যে ছিল বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু চিকিৎসা, শিশু রোগ, ডায়াবেটিস, চর্ম- যৌন রোগ, দন্ত সেবা, রক্ত গ্রুপ নির্ণয়, নাক কান ও গলা, মেডিসিন ও গাইনি বিভাগে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় দুই হাজার রোগীকে ওষুধসহ বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।। সেবা প্রদানের পাশাপাশি ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ভাল রেজাল্ট করা শতাধিক কৃতি শিক্ষার্থী ও হাফেজদের দেয়া হয় বই, নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট। এছাড়া মাকসুদা হক ফাউন্ডেশনের পক্ষ থেকে গর্ভবতী মহিলাদের নরমাল ডেলিভারির জন্য চিকিৎসা সরঞ্জামাদি কেনার জন্য স্থানিয় ইউপি চেয়ারম্যান কবির হোসেনের হাতে তুলে দেয়া হয় ৭০ হাজার টাকার চেক।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন মোহাম্মাদ গোফরানুল হকের নিজ হাতে গড়া সংগঠন 'মাকসুদা হক ফাউন্ডেশন'। তারই সার্বিক ব্যবস্থাপনায় ও সংগঠনের সাধারণ সম্পাদক আবু আবদুল্লাহ আল নয়নের তত্বাবধানে আজকের এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মাদ মনির হোসেন।
মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং মো. জাহাঙ্গীর আলম ও আবুল কাশে্মের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন মাকসুদা হক ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোহাম্মাদ গোফরানুল হক।
লায়ন মোহাম্মাদ গোফরানুল হক বলেন, " আমরা সেবা প্রদানের মধ্য দিয়ে কাজটি করে যাচ্ছি শুধুমাত্র মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। সমাজকে আলোকিত করার জন্য, আমরা যে যেখানে আছি সেখান থেকে মানুষের পাশে দাঁড়াতে পারি। সেই ১৯৯০ সাল থেকে যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি তখন থেকে দরিদ্র ও অসহায় মানুষের জন্য আমরা কয়েকজন বন্ধু কাজ করেছি। সেই সময় কোন রাজনীতি ছিলনা। অথচ কিছু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আমি আপনাদের উদ্দেশে বলব, আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা আপনাদের নিয়ে পিছিয়ে পড়া মানুষদের জন্য আরো কাজ করে যাব।'
তিনি আরও বলেন, 'সামাজিক কাজে রাজনৈতিক সম্পৃক্তটা না করার জন্য সকলের প্রতি আহবান করছি। আগামিতে আমরা আপনাদের সাথে নিয়ে আরো অনেক বড় বড় কাজ করে যাব। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ম- বর্ণ,গোত্র, জাত-বেজাত ভুলে গিয়ে একসাথে কাজ করে যাব।''
অনুষ্ঠানে প্রধান বক্তা অর্থ মন্ত্রণালয়ের যুবক কমিশনের সাবেক চেয়ারম্যান মোহাম্মাদ রফিকুল ইসলাম বলেন, " আমরা মানবতার মাধ্যমে একা নয় সবাই মিলে সমাজকর্মে ঝাঁপিয়ে পড়বো। দারিদ্র্যটা, অসহায়ত্ব, মানুষের ভোগান্তি অবশ্য অবশ্যই আপনাদের মাধ্যমে দূর করতে হবে। আমরা ইতিমধ্যে মানুষের কল্যাণে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই সমগ্র চাঁদপুরের মানুষের জন্য। এটার নাম হল রহিমা নগর ডায়াবেটিক সমিতি। এই সমিতির পরিচালনায় আগামীতে একটি হাসপাতাল হবে। সেখানে দারিদ্র্-অসহায় মানুষ নামমাত্র অথবা ফ্রি চিকিৎসা সহায়তা পাবেন।"
তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মাদ মনির হোসেন বলেন," সরকার ও প্রশাসনের পাশাপাশি এই এলাকায় উন্নয়নের বিভিন্ন সেবা কার্যক্রমে আপনারা যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন সেটি দ্বিতীয়বারের মতো চাক্ষুষ প্রমান পেলাম। সরকার আসলে সব কিছু করতে পারেনা, স্থানিয়ভাবে এবং এলাকা ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক যে ডেভেলপমেন্ট গুলো কিভাবে করতে হয় তার বাস্তব দৃষ্টান্ত রেখেছে এই অঞ্চল।"
তিনি আরও বলেন, ' আমি দ্বিতীয়বারের মতো লক্ষ্য করলাম এতো সুসংগঠিত এবং এতো চমৎকার সমন্বয় যা আমাকে বিস্মিত করেছে। দলমত নির্বিশেষে সবাই মিলে যেভাবে উন্নয়ন করে চলেছেন, মানুষের জন্য যেভাবে ভাবছেন এবং যেভাবে কাজ করে যাচ্ছেন এটি সত্যিই একটি দৃষ্টান্ত। আমি মনে করি এই বিষয়গুলো বিভিন্ন ভাবে মিডিয়াতে প্রচার করা প্রয়োজন।'
অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন, স্থানিয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা জাবের মিয়া, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি তৌহিদুল ইসলাম খোকা, বুরগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, রহিমানগর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মাদ শাহ পরান, হারিচাইল আদর্শ শিক্ষা কল্যান সংস্থার সিনিয়র সহ-সভাপতি জামাল হোসেন, ইউপি সদস্য ওসমান গনি পলাশ ও মিজানুর রহমান, হারিচাইল হাসিমপুর সরকারি প্রাথিমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সমাজসেবক আঃ জলিল, সুধীর চন্দ্র দেবনাথ, নাদের শাহ, শাহাদাত হোসেন প্রধান, আঃ কাদির, গোলাম সারোয়ার মাস্টার, দুলাল প্রধান, গাজী দুলাল, আব্দুর রব মাস্টার প্রমুখ।
উল্লেখ্য, 'মাকসুদা হক ফাউন্ডেশন সেবা কার্যক্রম ২০২২' সার্বিক আয়োজনে সার্বিক সহযোগিতা করে 'হ্যান্ডস ফর হিউম্যানিটি', হারিচাইল আদর্শ শিক্ষা কল্যাণ সংস্থা, হারিচাইল পদুয়া ও হাসিমপুর যুব কল্যাণ সংস্থা, প্রত্যাশা সমাজ সেবা সংগঠন, বহ্নিশিখা সামাজিক সংগঠন, রহিমানগর ডায়াবেটিকস সমিতি, হারিচাইল স্পোর্টস একাডেমী, অগ্রযাত্রা সামাজিক সংগঠন, হারিচাইল স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থা ।'
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন