করোনায় আক্রান্ত রানি এলিজাবেথ

জিবি নিউজ 24 ডেস্ক //

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। রোববার (২০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে বাকিংহাম প্যালেস জানিয়েছে, রানীর কোভিড পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে।

এ বিষয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, রানী হালকা ঠান্ডার মতো লক্ষণ অনুভব করছেন। এছাড়া তার অন্য কোনো জটিলতা নেই। আগামী সপ্তাহ থেকে তিনি তার রাজকীয় দায়িত্ব’পালন করবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে রানী উইন্ডসর ক্যাসলে অবস্থান করছেন।

 

বাকিংহাম প্যালেসের বিবৃতিতে আরও বলা হয়, তিনি চিকিৎসা সেবা পেতে থাকবেন এবং সমস্ত উপযুক্ত নির্দেশিকা অনুসরণ করবেন।

 

সম্প্রতি ৯৫ বছর বয়স্ক রানী তার বড় ছেলে এবং উত্তরাধিকারী প্রিন্স অফ ওয়েলসের সাথে সাক্ষাত করেছিলেন, যিনি গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন বলে পরীক্ষায় জানা গেছে।

গত ৬ ফেব্রুয়ারিতে রানী তার সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তি পালন করেছেন। তিনি হচ্ছেন যুক্তরাজ্যের ইতিহাসে দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা শাসক। ৭০ বছর পূর্তি উপলক্ষে তিনি তিন মাসেরও বেশি সময় পরে প্রথম বড় জনসমাগমে যোগ দিয়েছিলেন।

বিবিসির রাজকীয় সংবাদদাতা নিকোলাস উইচেল বলেছেন যে, এটি পুরোপুরি নিশ্চিত করা যেতে পারে যে, রানী সম্পূর্ণরূপে টিকা পেয়েছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন