জিবি নিউজ 24 ডেস্ক //
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে সফরকারী শ্রীলঙ্কা। ম্যাচে ৫ উইকেটের জয় পায় লঙ্কানরা।
রোববার (২০ ফেব্রুয়ারি) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ৫ উকেট হারিয়ে ১৫৫ রান করে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
টার্গেট পূরণে মাঠে নেমে ২৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় লঙ্কানরা। পাথুম নিসাঙ্কা ১৩ রানে আউট হলেও শেষ পর্যন্ত টিকে থাকেন আরেক ওপেনার কুশাল মেন্ডিস। কামিল মিশরা আউট হন মাত্র এক রানে।
৯ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলে আগারের বলে শিকারে পরিণত হন চারিথ। জানিথ লিয়ানেজ আউট হলে শানাকাকে নিয়ে ৮৩ রানের জুটি গড়েন মেন্ডিস। শানাকা ৩১ বলে করেন ৩৫ রান। শেষ পর্যন্ত মেন্ডিস ৫৮ বলে ৬৯ রান করেন। অজিদের হয়ে দুটি উইকেট নেন কেন রিচার্ডসন। এক উইকেট পান আগার।
এর আগে ম্যাথু ওয়েডের ২৭ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংসে ১৫৪ রান করে অজিরা। ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল ২৯ রান, জন ইংলিস ২৩ রান, ডানিয়েল সামস ১৮ রান ও মার্কাস স্টোইনিস ১৭ রান করেন । শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন লাহিরু কুমারা ও চামিরা। একটি করে উইকেট পান জয়াভিক্রমা ও করুনারত্নে।
ম্যাচসেরা নির্বাচিত হন কুশল মেন্ডিস। সিরিজসেরা হয়েছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন