ইস্ট লন্ডন মসজিদের ব্যতিক্রমী উদ্যোগ : প্রতি মাসে একদিন বিনামূলে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ

জিবি নিউজ 24 ডেস্ক //

ইস্ট লন্ডন মসজিদ প্রতিমাসে একদিন মুসল্লিদের জন্য বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ গ্রহণ করেছে । ফিজিশিয়ান্স এক্রস কন্টিনেন্ট নামক একটি চ্যারিটি সংগঠনের সহযোগিতায় এই কর্মসূচি পরিচালিত হচ্ছে । ১৮ ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পর এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় । এ দিন লন্ডন মুসলিম সেন্টারের রিসেপশন এরিয়ায় শতাধিক মুসল্লি বিনামূল্যে ডায়াবেটিস, ব্লাড প্রেসার, ব্লাগ সুগার পরীক্ষা করানোসহ জেনারেল হেলথ এডভাইস গ্রহণ করেন । নামাজ শেষে মুসল্লিরা লাইনে দাঁড়িয়ে এই সার্ভিস নেন । এলএমসির রিসিপশন এরিয়ায় ফিজিশিয়ান এক্রস কন্টিনেন্ট-এর হেলথ কর্মীরা আন্তরিক পরিবেশে মুসল্লিদের সেবা দেন ।

ফিজিশিয়ান্স এক্রস কন্টিনেন্ট-এর চেয়ারম্যান ইউরোলোজিকেল সার্জন প্রফেসর মতিন শরীফ বলেন, আমাদের চ্যারিটি বিশ্বের বিভিন্ন দেশে এই সেবা দিয়ে থাকে। যেহেতু মুসলিম কমিউনিটির মানুষ বিভিন্ন শারিরীক জটিলতায় ভুগে থাকেন, তাছাড়া কোভিড নাইন্টিনের কারণে এখন জিপি সার্জারিতে সহজে অ্যাপোয়েন্টমেন্ট পাওয়া যায়না, তাই আমরা এখানে প্রতিমাসে একদিন হেলথ সেশন পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছি । আমাদের হেলথ কর্মীরা মানুষের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে পরবর্তী করণীয় সম্পর্কেও নির্দেশনা দেবেন । বিশেষ করে গুরুতর কোনো অসুস্থতা ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তি কোন হাসপাতাল বা চিকিৎসকের কাছে যাবেন তার সঠিক পথ বাতলে দেয়া হবে।

ইস্ট লন্ডন মসজিদ এন্ড লন্ডন মুসলিম সেন্টারের ডাইরেক্টর দেলওয়ার খান বলেন, প্রথম দিনেই ব্যাপক সাড়া পাওয়া গেছে । আমাদের কমিউনিটিতে মানুষের বিভিন্ন ধরনের শারিরীক সমস্যা রয়েছে । এখন থেকে মুসল্লিরা প্রতিমাসে একবার নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিতে পারবেন । জিপির সাক্ষাতের জন্য এখন অনলাইন কনসালটেশন ফরম পুরণ করতে হয়। এটা বয়োবৃদ্ধ মানুষের জন্য কঠিন হয়ে পড়ে । এখন থেকে তাঁরা মসজিদের নামাজ পড়ার পাশাপাশি মাসে একদিন নিজেদের হেলথ চেক করানোরও সুযোগ পাবেন। তিনি বলেন শুক্রবার ছাড়া অন্য দিনেও করা হবে । আমরা এক সপ্তাহ আগে দিন-তারিখ ঘোষণা দেবো । আশা করি মুসল্লিরা এই কর্মসূচি থেকে বেশ উপকৃত হবেন ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন