নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজার সদর উপজেলাধীন আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ শহীদ মিনারে ভাষাশহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন সাংবাদিকদের সংগঠন শেরপুর প্রেসক্লাব। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঐ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো.শিহাবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি কাঞ্চণ ভৌমিক, আব্দুস সামাদ আজাদ, প্রচার সম্পাদক রিপন মিয়া প্রমুখ। এদিকে শেরপুরে বিভিন্ন স্কুল ও কলেজর শিক্ষক, ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন