সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
"প্রতিটি মানুষ জেগে উঠুক ভ্রাতৃত্বের বন্ধনে" এই শ্লোগানকে সামনে রেখে ৫২ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করলো ঐতিহ্যবাহী পুরান ঢাকার বহুল জনপ্রিয় সামাজিক সংগঠন "ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম।"
আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধায় রাজধানীর লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডে 'ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম' এর অস্থায়ী প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ ২০২২ আয়োজন করে ঐতিহ্যবাহী পুরান ঢাকার বহুল জনপ্রিয় সামাজিক সংগঠন 'ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম।'
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দরা ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ফুল নয় বরং ৫২ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করে। ভিন্নধর্মী এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম এর সাধারন সম্পাদক মোহাম্মদ ইমাম হোসাইন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম এর সভাপতি বিশিষ্ট সমাজসেবক লায়ন মোঃ আশরাফ আলী।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম এর উপদেষ্টা ও বৃহত্তর লালবাগ থানা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ আমেল। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ত্রাণ বিষয়ক সম্পাদক হাজী হাফেজ মোঃ সিফাত হুসাইন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি বৃহত্তর লালবাগ থানা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ আমেল, বিশেষ অতিথি ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম এর সহসভাপতি প্রকৌশলী কাজী মোঃ আব্দুল্লাহ, যুগ্ন সাধারন সম্পাদক মানিরুজ্জামান মানিক মৃধা, ত্রাণ বিষয়ক সম্পাদক হাজী হাফেজ মোঃ সিফাত হুসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াসিম আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম এর সহসভাপতি মোঃ বিপ্লব হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সাকের আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক আসিফ বাপ্পি ও কোষাধ্যক্ষ মোঃ ফায়সাল।
কমান্ডার সৈয়দ আমেল বলেন, ''ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম' অতিতে আরো অনেক কার্যক্রম করেছে। কোমলমতি শিশু শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরন বিতরণ সত্যিই একটা ভাল কাজ। আজকের এই ভিন্নধর্মী উদ্যোগ আমার খুব ভাল লেগেছে। আজ মহান একুশে ফেব্রুয়ারি, আমাদের মাতৃভাষা দিবস, ঠিক এইদিনে অর্থাৎ ১৯৫২ সালে আমাদের মায়ের ভাষাকে কেড়ে নেয়ার জন্য যুদ্ধ করতে হয়েছিল। এই ইতিহাস আমদের শিশুদেরকে জানাতে হবে প্রত্যেক মা-বাবাকে।"
লায়ন মোঃ আশরাফ আলী বলেন, " ১৯৫২ সালের হাত ধরেই মুলত মহান মুক্তিযুদ্ধের সূত্রপাত। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি '৫২ র ভাষা আন্দোলন না হলে সেইভাবে '৭১ আসতো না আমাদের এই দেশে। জীবন আরো অনেক জাতি দিয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের তামিলনাড়ু রাজ্যের ৭০ জন ভাষার জন্য জীবন দিয়েছে। কিন্তু আমরাই দুনিয়ার বুকে একমাত্র জাতি যারা মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে।''
তিনি আরো বলেন, ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম বরাবরের মতই প্রত্যেকটি কর্মকাণ্ডে ক্ষেত্রে চিন্তা করে থাকে যে, সমাজের দরিদ্র অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কিভাবে উপকার হবে। মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের মূল লক্ষ্য হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ। ফলে সুবিধাবঞ্চিতদের মাঝে সুবিধা পৌঁছে দেয়া। আর এই লক্ষ্যেই সবাই কাজ করে আমরাও করে যাচ্ছি।"
আলোচনা সভা শেষে ৫২ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরন বিতরণ করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য বৃন্দ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন