আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল ঘোষণা

জিবি নিউজ 24 ডেস্ক //

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ১৪ জনের দলে জায়গা করে নিয়েছেন বিপিএলে প্রশংসা কুড়ানো ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলী।

সোমবার (২১ ফেব্রুয়ারি) আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ জনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

ঘোষিত দলে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে না থাকা সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও লিটন দাস আফগানিস্তান সিরিজে দলে ফিরেছেন। আর সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান ও শামীম পাটোয়ারী। আগামী ৩ ও ৫ মার্চ ঢাকায় এ দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ স্কোয়াড

মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান, ইয়াসির আলী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম ও মোহাম্মদ নাঈম।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন