জিবি নিউজ 24 ডেস্ক //
ক্রিকেটার নাসির ও গায়ক ইলিয়াসকে জড়িয়ে আলোচনায় ওঠে আসা নবীন নায়িকা হুমায়রা সুবহাকে ফেসবুকে তাঁকে মৃত বা ‘রিমেমবারিং’ দেখাচ্ছে। যদিও তিনি বেঁচেই আছেন এবং তার অভিনীত প্রথম সিনেমা ‘বসন্ত বিকেল’ সেন্সর ছাড়পত্র পেয়ে এখন মুক্তির প্রতীক্ষায় রয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই সুবহাকে ফেসবুকে মৃত দেখাচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, আমি তো বেঁচেই আছি। হঠাৎ করেই কেন এ রকম দেখাচ্ছে, বুঝতে পারছি না। বিষয়টা আমি এরই মধ্যে সাইবার ইউনিট জানিয়েছি। তাঁরা এটা নিয়ে কাজ করছেন।
এ মুহূর্তে সুবহা তার অভিনীত প্রথম ছবি ‘বসন্ত বিকেল’ মুক্তির অপেক্ষায় দিন গুনছেন। ছবিতে তিনি অভিনয় করেছেন ‘দেশা দ্য লিডার’ খ্যাত অভিনেতা শিপন মিত্রের বিপরীতে। আরবিএস টেক লিমিটেড-এর প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন রফিক শিকদার।এটি প্রযোজনা করেছেন সামসুজ্জামান রিমন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন