মৌলভীবাজার জেলা পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন দুইজন

জিবি নিউজ ডেস্ক ।।

মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে জমা দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। অপর দিকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন না পেয়ে যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ রহিম (সিআইপি) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন।

জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, যাছাই বাছাই আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রত্যাহার, চুড়ান্ত তালিকা ও প্রতীক বরাদ্ধ ৩ অক্টোবর এবং ভোট গ্রহন ২০ অক্টোবর মোট ১৫টি

কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

মৌলভীবাজারের ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন, ৫টি পৌরসভা ও ৭টি উপজেলা মিলে ৯৪৪ জন ভোটার রয়েছেন।

উল্লেখ্য জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান গত ১৮ আগষ্ট মৃত্যুবরণ করলে আসনটি শুন্য হয়। ১৪ সেপ্টম্বর নির্বাচন কমিশন আগামী ২০ অক্টোবর উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

মন্তব্যসমূহ (১)

  • DannyShork

    3 years ago

    BTC may be the latest or last chance to get rich in this era. It will reach $200000 next year or the next year. Think about only $2 a few years ago. Come to the world's largest and safest virtual currency exchange to reduce the handling fee. Don't miss the most important opportunity in life https://hi.switchy.io/5dyf


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন