জিবি নিউজ 24 ডেস্ক //
খুব শিগগিরই বলিউড মাতাতে আসছেন শাহরুখপুত্র আরিয়ান খান। তবে বাবার মতো অভিনেতা নয় বরং পরিচালকের ভূমিকায় দেখা যাবে তাকে।
সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন শাহরুখ নিজেই। তিনি জানান, তার ছেলের অভিনয়ে মন নেই। সিনেমার নেপথ্যেই কাজ করতে চান তিনি (আরিয়ান)।
শাহরুখ বরবারই আরিয়ানের লেখার প্রতি প্রেম নিয়ে কথা বলেন। এবার পাকাপাকিভাবে বলিউডে চিত্রনাট্যকার, পরিচালক হিসেবে ডেবিউ করতে চলেছেন আরিয়ান।
জানা যায়, বেশ কয়েকটি ছবির আইডিয়া নিয়ে চিত্রনাট্যের কাজ শুরু করেছেন আরিয়ান। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমাজন প্রাইমের একটি ওয়েব-সিরিজ এবং একটি ফিচার ফিল্মের জন্য কাজ করছেন তিনি। আরিয়ানের সঙ্গে তার সহলেখক হিসেবে কাজ করছেন লেখক বিলাল সিদ্দিকী।
আরিয়ানের লেখা সেই সিরিজের স্ক্রিপটগুলো এখন বিশ্লেষণ করা হচ্ছে। কিছু সম্পাদনার পরই সেটার ওপর কাজ শুরু হয়ে যাবে বলে জানা যায়।
প্রসঙ্গত, শাহরুখও এক সময় লেখালেখি করতে চেয়েছিলেন। কিন্তু অভিনয়ের জন্য আর করে উঠতে পারেননি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন