জিবি নিউজ 24 ডেস্ক //
শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার স্বার্থে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা সংক্রমণের কারণে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান আর বন্ধ করতে চাই না। তাই অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
মঙ্গলবার ( ২২ ফেব্রুয়ারি) নতুন শিক্ষাক্রমের পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে তিনি এসব কথা বলেন।
এদিন নতুন কারিকুলামের আওতায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নতুন বইয়ে পাঠদানের পাইলটিং শুরু করা হয়।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীরা নিজেরা করে করে শিখবে। যতটা সম্ভব ভালোভাবে তারা শিখবে। নতুন কারিকুলামে শিক্ষার্থী দক্ষ, যোগ্য হবে, মানবিক বোধ সম্পন্ন শিক্ষার্থীরা গড়ে উঠবে। আমাদের প্রচেষ্টা স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে যাব। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য- যতগুলো জাতীয় লক্ষ্য আছে তা অর্জন করা, শান্তিপূর্ণ সুখী সমৃদ্ধ দেশ গড়া। শিক্ষক ও অভিভাবকসহ সবার প্রতি আমার আহ্বান-পাইলটিং হচ্ছে কোথায় কোথায় সমস্যা আছে তা যেনও আমাদের জানানো হয়, আমরা যেন সঠিকভাবে প্রণয়ন করে সবচেয়ে ভালো কারিকুলাম প্রণয়ন করতে পারি। একবারেই যে পুরোপুরি লক্ষ্যে পৌছেঁ যাব তা নয়। আমরা চেষ্টা করব সবচেয়ে ভালো শিক্ষাক্রম যেন প্রণয়ন করতে পারি, শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে পারে এই কারিকুলামে।
শিক্ষাকে আনন্দময় করে তোলতে এবার নবম শ্রেণিতে কোন বিভাগ রাখা হবে না বলে জানান শিক্ষামন্ত্রী।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন