জিবি নিউজ ডেস্ক ।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীমঙ্গল শাখা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি খাতে বিশেষ ঋন বিতরন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এম এম মাহবুবুর আলম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ার হোসেন,লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির মান্ত্রী (গ্রাম প্রধান) ফিলা পতমী। বিশেষ প্রণোদনার আওতায় কৃষি ঋন বিতরনী অনুষ্ঠানে কৃষিখাতের বিভিন্ন ক্যাটাগরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী (খাসি সম্প্রদায়) এর লোক সহ ২৪ জন কৃষকের মাঝে মোট ৭০লক্ষ ৩০ হাজার টাকার ঋন বিতরন করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন