জিবি নিউজ 24 ডেস্ক //
অবশেষে মুক্তি পেতে চলেছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি ও তার স্বামী শরিফুল রাজ অভিনিত ছবি ‘গুণিন’। মূলত এই ছবির শুটিং সেটে গিয়েই পরিচয়, প্রণয়; এর পর বন্ধন হয় আলোচিত এ জুটির।
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে গত ২০ ফেব্রুয়ারি ছাড়পত্র পেয়েছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমাটি। সিনেমার দুই প্রধান চরিত্রে দেখা যাবে রাজ ও পরীকে।
ছবির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, খুব তাড়াতাড়ি ‘গুণিন’ সিনেমা হলে মুক্তি পাবে। হলে চলার পর সিনেমাটি আবার চরকির পর্দায় দর্শক দেখতে পারবেন। আমার ধারণা, দর্শক সিনেমাটি উপভোগ করবেন। সিনেমায় যারা অভিনয় করেছেন, প্রত্যেকে চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন। আমি পরিচালক হিসেবে সবার কাজে খুবই খুশি। দর্শক সিনেমা দেখলেই বুঝতে পারবেন যে সবাই খুব নিবেদিতপ্রাণ ছিলেন।
পরিচালক আরও বলেন, ‘গুণিন’ সিনেমার গল্প হাসান আজিজুল হক স্যারের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া। আমার শিক্ষাজীবনেরও গুরু তিনি। হাসান স্যারের লেখা মানেই তো জীবনভিত্তিক। কাজটি করতে গিয়ে ভীষণ উপভোগ করেছি।
সিনেমাটিতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেকে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন