করোনায় মৃত্যু ১১ জনের, শনাক্ত ১৪০৬ জন

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪০৬ জন। এতে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১৬ জন এবং মোট করোনা শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৪১ হাজার ৫৭ জন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৫ হাজার ৬৬৭টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৪০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৫ হাজার ৬৬৭টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৪০৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৩৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৯৩ হাজার ৮২ জন।

এর আগের২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) করোনাভাইরাসে ১০ জনের মৃত্যু হয়। নতুন করে করোনা শনাক্ত হয় ১ হাজার ৫১৬ জন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন