আগামী ৩ জুলাই লন্ডনে অনুষ্ঠিত হবে গোলাপগঞ্জ উৎসব

আগামী ৩ জুলাই পূর্ব লন্ডনের ব্রাডি আট সেন্টারে অনুষ্ঠিত হবে গোলাপগঞ্জ উৎসব। গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের উদোগে এই উৎসবের আয়োজন করা হচ্ছে।

২০১৯ সালে সোশ্যাল ট্রাস্টের পক্ষ থেকে প্রথম গোলাপগঞ্জ উৎসবের আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর ও অন্যান্য দেশ থেকেও গোলাপগঞ্জের নাগরিক উপস্থিত ছিলেন।

গত ২১ ফেব্রুয়ারি সোমবার গোলাপগঞ্জ উৎসব সফল ভাবে আয়োজনের জন্য গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় গোলাপগঞ্জ উৎসব উদযাপন এবং সকলের সম্পৃক্ততার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত এর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান এবং এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি রায়হান উদ্দিনের যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বোর্ড মেম্বার তারেক রহমান ছানু। সভায় আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মতিন, ট্রেজারার বদরুল আলম বাবুল, মেম্বারশিপ সেক্রেটারি মো নুরুল ইসলাম, কালচারাল সেক্রেটারি সালেহ আহমদ, এডুকেশন সেক্রেটারি আব্দুল বাছিত, স্পোর্টস সেক্রেটারি মো সাইফুল ইসলাম, ইসি মেম্বার সাইফুল আলম, ইসি মেম্বার মুফিজুর রহমান চৌধুরী একলিল, মোহাম্মদ সুলতান আহমদ, বোর্ড মেম্বার শাহিন আহমদ, বোর্ড মেম্বার অলি আহমদ প্রমুখ।

সভায় উৎসব সফল ভাবে আয়োজনের জন্য ব্রিটেনের গোলাপগঞ্জের সকল সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শহরে গোলাপগঞ্জের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এর আয়োজন করা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় আগামী ১৯ জুন রবিবার পূর্ব লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়ামে তৃতীয়বারের মত গোলাপগঞ্জ ফুটবল চ্যাম্পিয়নশীপ এর আয়োজন করা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফুটবল টুর্নামেন্ট সফল করে পরিচালনার একটি একটি উপ কমিটিও গঠন করা হয়।

 

গোলাপগঞ্জ উৎসব প্রবাসী গোলাপগঞ্জের কমিউনিটি নেতৃবৃন্দদের মধ্যে থেকে ৫ জনকে গোলাপগঞ্জ এওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া যারা আগামী ৩০ মে -এর মধ্যে গোলাপগঞ্জ হাউসের দাতা সদস্যপদ গ্রহন করবেন তাদেরকে গোলাপগঞ্জ উৎসবের ক্রেস্ট প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন