করোনায় মারা গেলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

জিবিনিউজ 24 ডেস্ক //

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি (৬৫)। বুধবার দিল্লির একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এই প্রথম করোনায় দেশটির কোনো কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যু হলো।

গত ১১ সেপ্টেম্বর কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে অঙ্গাদির। তখন থেকেই তার চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সেখানেই তার মৃত্যু হয়।

 

অঙ্গাদির মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন ভারতের রাষ্ট্রপ্রতি রামনাথ কোবিন্দ। তিনি বলেন, একজন অমায়িক নেতা ছিলেন সুরেশ অঙ্গাদি। তার সংসদীয় ক্ষেত্রের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত।

শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি বলেছেন, সুরেশ অঙ্গাদি একজন ব্যতিক্রমী কার্যকর্তা ছিলেন। কর্ণাটকে বিজেপির শক্ত ঘাঁটি গড়ে তুলতে কঠোর পরিশ্রম করেছিলেন। তিনি একজন নিষ্ঠাবান এমপি এবং দক্ষ মন্ত্রী ছিলেন। তার মৃত্যু অপূরণীয় ক্ষতি। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ শোক প্রকাশ করে বলেন, অঙ্গাদির মৃত্যুতে মর্মাহত। তার আত্মার শান্তি কামনা করি।

কর্ণাটকের বেলগাভি লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য ছিলেন অঙ্গাদি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন