জিবি নিউজ 24 ডেস্ক //
ইউক্রেন থেকে সীমান্ত পাড়ি দিয়ে পোল্যান্ড আসা ২৪ বাংলাদেশিকে দূতাবাস হেফাজতে নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেনে এখন পর্যন্ত ২৫০ জন বাংলাদেশি তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তালিকাভুক্ত হয়েছে। সরকারী হিসাব অনুসারে এছাড়া আরও ২৫০ বাংলাদেশি বর্তমানে সেখানে বসবাস করছেন। তবে, বেসরকারি হিসাব অনুসারে এ সংখ্যা ৫ শতাধিক হতে পারে।
তবে একাধিক সূত্র জানিয়েছে, ইউক্রেনে হাজার দেড়েক বাংলাদেশি থাকেন। যাদের সিংহভাগই শিক্ষার্থী। কিয়েভে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। তবে পাশের দেশ পোল্যান্ডের ওয়ারসতে বাংলাদেশ দূতাবাস থেকে বাংলাদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরো জানায়, ইউক্রেন প্রবাসীদের কেউ দেশে ফিরতে চাইলে যাতে তারা ট্রানজিট ভিসা নিয়ে পোল্যান্ডে ঢুকে সেখান থেকে ঢাকার বিমানে উঠতে পারেন তেমন ব্যবস্থা করা হয়েছে বলে ওয়ারসতে বাংলাদেশের দূতাবাস থেকে জানানো হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন