জিবি নিউজ 24 ডেস্ক //
ইউক্রেনকে প্রতিরক্ষামূলক সরঞ্জাম দিয়ে ফ্রান্স সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাঁখো। শুক্রবার ফ্রান্সের দুটি আইনি সংস্থার কাছে পাঠানো এক লিখিত বার্তায় তিনি এ কথা বলেন। তবে প্রতিরক্ষামূলক সরঞ্জামগুলো কী হবে তা বিশদভাবে উল্লেখ করেননি। খবর সিএনএনের।
বার্তায় এমানুয়েল মাঁখো লিখেছেন, ইউক্রেনকে ৩০০ মিলিয়ন ইউরোর অতিরিক্ত বাজেট সহায়তা' দেবে এবং তাদের প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক উপাদান সরবরাহ করবে ফ্রান্স।
ফ্রান্স এর আগে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করেনি। তবে মানবিক সহায়তা এবং বাজেট সহায়তা দিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির নাগরিকদের রুশ সেনাদের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন