সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
মৌলবাদ বিরোধী আলোর মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।শাখা ছাত্রলীগ। ২০০৪ সালের এই দিনে মৌলবাদী অপশক্তির নৃশংস হত্যাচেষ্টায় দেশের কিংবদন্তী প্রগতিশীল লেখক, কবি, কথা সাহিত্যিক অধ্যাপক হুমায়ন আজাদের স্মরণে আজকের এই মৌলবাদ বিরোধী আলোর মিছিল।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যায়ের টিএসসি সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতার পাদদেশ থেকে হাতে মোমবাতি নিয়ে মৌলবাদ বিরোধী আলোর মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এর নেতৃত্বে 'মৌলবাদ বিরোধী আলোর মিছিল' এ উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ শীর্ষ পর্যায়ের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।
টিএসসি সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতার পাদদেশ থেকে হাতে মোমবাতি নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা মৌলবাদ বিরোধী আলোর মিছিলটি শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম সংলগ্ন স্থান, যেখানে হুমায়ুন আজাদ’কে ছুরিকাঘাত করা হয় ওই স্থানে গিয়ে প্রদীপ প্রজ্বলন করেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমীর অমর একুশে বইমেলা থেকে ফেরার সময় মৌলবাদী চরমপন্থীরা ডক্টর আজাদের প্রাণ নাশের চেষ্টা চালিয়েছিল। মারাত্মক আহত অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি ঘটলে তাঁকে সেনানিবাসের কম্বাইন্ড মিলিটারি হসপিটালে (সিএমএইচ) স্তানান্তর করা হয়েছিল। ওই সময় ডক্টর আজাদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সারাদেশে জনতা তখন বিক্ষোভ প্রদর্শন করেছিল। আর নিঃশংস ওই হামলার দৃষ্টান্তমূলক বিচারও দাবী করেছিল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন